সোমবার, মার্চ ২০, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইল ক্লাব শিশু বৃত্তি পেল ৯৭ শিক্ষার্থী

ঘাটাইল ক্লাব শিশু বৃত্তি পেল ৯৭ শিক্ষার্থী

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ৯৭ জন শিক্ষার্থীকে ঘাটাইল ক্লাব শিশুবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়নতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ঘাটাইল ক্লাবের সভাপতি মো.হারুন অর রশিদ।

ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ হাসান জাহানের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার মেয়রবীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া,সহকারী কমিশনার(ভূমি) আরিফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন,ক্লাবের উপদেষ্টা জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, বৃত্তি কমিটির আহবায়ক আব্দুল মোমেন আকন্দ।

ঘাটাইল ক্লাবের আয়োজনে বৃত্তি পরীক্ষায় ঘাটাইল, কালিহাতী ও গোপালপুর উপজেলার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সাড়ে আটশ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে ট্যালেন্ট পুলে শতকরা পাঁচজন শিক্ষার্থী সহবৃত্তি প্রাপ্ত মোট ৯৭ জনশিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও সনদপত্র প্রধান করা হয়। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -