নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঘাটাইল জি বি জি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ই অক্টোবর) এ উপলক্ষে ঘাটাইল কলেজে মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শামসুল আলম মণি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহের আলী। স্বাগত বক্তব্য রাখেন ঘাটাইল কলেজের ভিপি আবু সাইদ রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, সাবেক মেয়র মো. হাসান আলী মিয়া, অধ্যাপক এসএম মুজিবুর রহমান প্রমুখ।