ঘাটাইল প্রতিনিধি:
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে গতকাল সোমবার সকাল ৯.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতী পালন করেন। পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঘাটাইল পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক ও উপ-সহঃ প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান তালুকদার,সাংগঠনিক সম্পাদক ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইসহাক আলী। এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা ও সচিব মোহাম্মদ নূরুল ইসলাম,সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদুল হকসহ সকল কর্মকর্তা-কর্মচারী। তাদের এ দাবীর সাথে পৌর পরিষদ সংহতি প্রকাশ করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।