ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর, দুপুরে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান। আমন্ত্রিত অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল ) মো.মুনাদির ইসলাম চৌধুরী , টাঙ্গাইল জজ কোর্টের পিপি এড. এস আকবর খান, ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ প্রমুখ।
সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার ২০২৪-২৫খ্রি. এর জন্য প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন (আজকের পত্রিকা) ও মো.মাসুম মিয়াকে (দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘাটাইল প্রেসক্লাবের সদস্য সাজ্জাদ রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহসভাপতি সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ (দিনকাল) ও আতা খন্দকার (ডেইলি সান), যুগ্ন সম্পাদক বিঞ্চু প্রিয় দীপ (ভোরের আকাশ) ও এবিএম আতিকুর রহমান (মানবজমিন), কোষাধ্যক্ষ রেজাউল করিম খান রাজু (ঢাকা টাইমস ও দৈনিক মজলুমের কন্ঠ), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মনোয়ার হোসেন সোহেল ( দৈনিক জনতা)। কার্যনির্বাহী সদস্যরা হলেন নজরুল ইসলাম (দৈনিক কালের কণ্ঠ), মো.নূরুজ্জামান মিঞা (ইত্তেফাক) ও আনোয়ার হোসেন বকুল (দৈনিক ভোরের ডাক)।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।