Site icon News Tangail

ঘাটাইল প্রেসক্লাবের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News Tangail

ইমাম হাসান সোহান, ধনবাড়ী: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেস ক্লাবের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার সকালে ঘাটাইল প্রেস ক্লাব কার্যালয় থেকে শোভাযাত্রা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও কেক কাটা হয়। প্রেস ক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক জয়নাল আবেদীন।

বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনৈতিক ফারুক হোসেন ধলা। সাংবাদিকতার বিভিন্ন কলা কৌশল ও সমাজ রাষ্ট্র উন্নয়নে ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক এস এম শামীম আল মামুন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান তালুকদার সংগঠক আব্দুল আব্দুল হালিম লেবু, সাংবাদিক নজরুল ইসলাম চান, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান (সোহান) প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠক কামরুজ্জামান সোয়েব। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশনা করেন নজরুল বাউল, সুজন বৈরাগী ও শিল্পী খোকন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version