সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইল হাসপাতালে সপ্তাহের দুই দিন করোনার নমুনা সংগ্রহ

ঘাটাইল হাসপাতালে সপ্তাহের দুই দিন করোনার নমুনা সংগ্রহ

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: করোনার নমুনা পরীক্ষার চাপ কমাতে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন থেকে সপ্তাহের দুই দিন নমুনা সংগ্রহ করা হবে। উপজেলাস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান বলেন, এখন থেকে সপ্তাহের প্রতি শনিবার এবং মঙ্গলবার দুই দিন করোনার স্যাম্পল কালেকশন করা হবে। প্রথমে আমাদের সপ্তাহে তিন দিন নমুনা সংগ্রহ করে পাঠাতে বলা হয়েছিল। পরে আরও কমিয়ে সপ্তাহে দুই দিন করা হয়েছে।

তিনি আরোও বলেন, আমরা যে স্যাম্পল পাঠাই ঢাকাতে, যে ল্যাবে নমুনার পরীক্ষা করে, সেই ল্যাব পরীক্ষা করে শেষ করতে পারেনা। অতিরিক্ত অনেক স্যাম্পল জমা হয়ে গেছে, তারা পরীক্ষা করে শেষ করতেপারছেনা। সে জন্য টাঙ্গাইল থেকে স্যাম্পল কম পাঠাতে পরামর্শ দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এখনপর্যন্ত ঘাটাইল স্বাস্থ্যকমপ্লেক্সের মাধ্যমে পাঁচশরও বেশী করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে করোনা পজিটিভ হয়েছেন ২১ জন। উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -