শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeজাতীয়চাকুরীতে প্রবেশের বয়স বাড়াতে ১৮ই ডিসেম্বর টাঙ্গাইলে কর্মসূচী

চাকুরীতে প্রবেশের বয়স বাড়াতে ১৮ই ডিসেম্বর টাঙ্গাইলে কর্মসূচী

নাজমুল হোসেন, চাকুরীতে প্রবেশের বয়স বৃদ্ধি করণের দাবী নিয়ে আগামী ১৮ ই ডিসেম্বর টাঙ্গাইলে মানব বন্ধন, বিক্ষোভ র‍্যালি ও অবস্থান কর্মসূচী পালিত হবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় এই জাতীয় কর্মসূচী পর্যায়ক্রমে পালিত হয়ে আসছে। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ (বাসাছাপ) এর টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে এই কর্মসূচী পালন করা হবে। কমিটির সভাপতি জনাব মোঃ এনামুল হক ও সাধারণ সম্পাদক বজলুর রহমানের সাথে এ ব্যাপারে কথা বলে জানা যায়, আগামী ১৮ ডিসেম্বর সকাল ১১.০০ টার সময় জেলা প্রেস ক্লাবের সামনে তারা শান্তিপূর্ণ ভাবে এই কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে জেলা পুলিশ প্রশাসনের কাছ থেকে কর্মসূচী পালনের অনুমতি পাওয়া গিয়াছে বলে জানা যায়। অন্যদিকে শহরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের অংশ গ্রহনের জন্য তারা ব্যাপক প্রচারনা চালাচ্ছে। শহরের প্রাণকেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে কর্মসূচীতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানোর অংশ হিসেবে এক বিশাল ব্যানার ঠানানো হয়েছে। আশা করা যাচ্ছে, ৩৫ নিয়ে দেশের বিভিন্ন জেলায় পালিত কর্মসূচীদের এটি একটি উল্লেখযোগ্য কর্মসূচীতে পরিণত হবে।

তাদের সার্বিক সহযোগিতা করছে কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ(বাসাছাপ), ঢাকা।

নির্ধারিত দিনে সেখানে যোগদানের কথা রয়েছে কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক এম এ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -