নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের বড় ভাই ও টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলাকারী সেই কলেজ ছাত্রী এশা মির্জার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) বিকালে তার মৃত্যুর খবর পেয়ে টাঙ্গাইল পৌরসভার বোয়ালী এলাকায় এশার বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এশার মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
টাঙ্গাইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সরফুদ্দিন বলেন, ঘটনা জানার পর পুলিশ তার বাসায় গিয়েছে। ক্রাইম সিন ইউনিট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ৫ এপ্রিল অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় এশা টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে আওয়ামী লীগ নেতা বড় মনির ও তার স্ত্রী নিগার আফতাবের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় সম্প্রতি উচ্চ আদালতে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন গোলাম কিবরিয়া বড় মনির।