টাঙ্গাইলে কালিহাতির এলেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মো. বোরহান উদ্দিন রাজিব (২৮) জঙ্গিদের কাছে অস্ত্র সরবরাহকারী চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) ১২ এর সদস্যরা। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা এলাকায় ছিনতাই করার প্রস্ততি কালে তাকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার বীনা রানী দাস জানান, রোববার রাত ১০ টার দিকে কালিহাতি থানার এলেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে মো. বোরহান উদ্দিন রাজিব (২৮) পিতা মো. নিজাম উদ্দিন, সাং-চিনা মোড়া মধ্যপাড়া, থানা-কালিহাতী থেকে তার কাছে থানা ১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাজিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন ধরে জঙ্গিদের কাছে অস্ত্র সরবরাহকরে, টাঙ্গাইল, গাজীপুর জেলাসহ আশপাশের এলাকার বিভিন্ন প্রকার অপরাধমুলক কর্মকান্ড করে আসছে এবং তার নামে টঙ্গী, জয়দেবপুর ও কালিহাতী থানায় একাধিক মামলা রয়েছে।