বুধবার (৩১ আগস্ট) অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সাগর হুদা মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া নির্মাতা মাবরুর রশিদ বান্নাও ফেসবুকে মৃত্যুর খবরটি জানান।
সাগর হুদা হঠাৎ মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
অভিনেতা সাগর হুদা নাটকে নিয়মিত অভিনয় করতেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- বেয়াইন আই লাভ ইউ, খটকা, হারাম, ন্যাপকিন, দ্য জু, সুইপার ম্যান, শুক্রবার, আক্কেল সেলামি ইত্যাদি।