নিজস্ব প্রতিনিধি: বর্তমান সরকার দেশকে বিভক্ত করেছে উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, “শেখ হাসিনার পতন হয়েছে বঙ্গবন্ধু হারিয়ে যায়নি, মুক্তিযুদ্ধ মুছে যায় নি। ‘জয় বাংলা’ বলে দেশকে স্বাধীন করেছি, সেই স্লোগান বলায় গ্রেপ্তার করা হয়েছে।”
রোববার (১৬ নভেম্বর) তিনি আরও বলেন, জামায়াত মুক্তিযুদ্ধের অন্যায় নিয়ে খাস দিলে ক্ষমা চাইলে, তাদেরও ভালোবাসতাম।
কাদের সিদ্দিকী বলেন, আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। এদিকে এনসিপি আন্দোলনের পর অনেক বাজে কাজ করেছে।
তফসিল ঘোষণা করার পর ইসি সর্বক্ষমতার অধিকারী উল্লেখ করে তিনি বলেন, গণভোট কী নিয়ে হবে, দেশের মানুষ সেটা জানে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ভোট করতে না দিলে, তাদের ৪০- ৪৫ শতাংশ মানুষ ভোটবিমুখ হবে।
গণভোট ইসির নিন্দা কারণ হয় কিনা, তা দেখার বিষয় উল্লেখ করে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে, ভালো নির্বাচন করতে পারবেন না।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
