নিউজ টাঙ্গাইল ডেস্ক: আগামী ১৯শে জানুযারি সংবাদ সম্মেলনের মাধ্যমে মাধ্যমিক স্কুল শিক্ষা (দ্বাদশ শ্রেণি পর্যন্ত) জাতীয়করণের এক দফা দাবীতে আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবে মাধ্যমিক স্কুল শিক্ষা (দ্বাদশ শ্রেনি পর্যন্ত) জাতীয়করণ লিয়াজোঁ কমিটি।
আজ ৫ জানুয়ারি ঢাকার গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন লিয়াজোঁ কমিটির আহ্বায়ক ড. মোঃ ইদ্রিস আলী।
সভায় বক্তব্য রাখেন লিয়াজোঁ কমিটির প্রধান উপদেষ্টা প্রবীণ শিক্ষক নেতা এস, এম, আব্দুল জলিল, উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম, লিয়াজোঁ কমিটির সদস্য সচিব প্রদীপ কুমার সাহা, যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন আহমদ, অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, রতন কুমার দেবনাথ, মনোরঞ্জন মন্ডল, হাবিবুর রহমান, আবুল হোসেন মিলন, শেখ মোহাম্মদ, ফরিদ উদ্দিন আহম্মদ, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, আহাদুল ইসলাম, ইব্রাহীম শিকারী ও ইসমাইল আকন্দ প্রমুখ।