জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়

0
197

আবহাওয়া অনুকূলে থাকলে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আর আবহাওয়া প্রতিকূলে থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

রোববার দুপুরে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান একথা জানান।

তিনি আরো জানান, ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশ করা হবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।