কালিহাতী প্রতিনিধি: “স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় মৎস সপ্তাহ-২০১৮ উদ্যাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে কালিহাতী প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে উক্ত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিনসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে ১৮ জুলাই বুধবার থেকে ২৪ জুলাই মঙ্গলবার পর্যন্ত এ উপজেলায় বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।