এম সাইফুল ইসলাম শাফলু :
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সোমবার জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মীর দৌলত হোসেন বিদ্যুৎকে সভাপতি এবং মোঃ আব্দুল লতিফকে সাধারণ সম্পাদক করে জেলা শ্রমিক লীগের কমিটির অনুমোদন দেয়া হয়।
প্রসঙ্গত: গত ৪ অক্টোবর জাতীয় শ্রমিক লীগ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন কেন্দ্রীয় আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও জেলা আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরই ধারাবাহিকতায় ১৩ অক্টোবর সোমবার এ কমিটি ঘোষণা করা হয়।