শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলজামায়াতে ইসলামী প্রার্থী শফিকুল ইসলাম খান শিক্ষকতা দিয়ে সংসার চালান

জামায়াতে ইসলামী প্রার্থী শফিকুল ইসলাম খান শিক্ষকতা দিয়ে সংসার চালান

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম তার হলফনামা পেশ করেছেন। তিনি পেশায় শিক্ষক, শিক্ষাগত যোগ্যতা এমএ। তার স্ত্রী গৃহিনী।

হলফনামায় তিনি তিনটি মামলা উল্লেখ করেছেন, যেগুলো থেকে খালাস পেয়েছেন। তাঁর আয় মূলত শিক্ষকতা থেকে চার লাখ ৬৩ হাজার ৪৮৬ টাকা এবং কৃষি থেকে ২৩ হাজার ৭৬০ টাকা।

অস্থাবর সম্পদ হিসেবে তার নগদ ২১ লাখ ১ হাজার ৭৯ টাকা এবং ব্যাংকে জমা ১৪ হাজার ৩৫৫ টাকা। উপহার হিসেবে প্রাপ্ত নিজের ও স্ত্রীর ১৫ ভরি স্বর্ণ রয়েছে। এছাড়া তিন লাখ পাঁচ হাজার টাকার আসবাবপত্র ও ইলেক্ট্রনিক সামগ্রী রয়েছে।

স্থাবর সম্পদের মধ্যে রয়েছে নিজের ও নির্ভরশীলদের তিনতলা ভবন, বাণিজ্যিক স্পেস এবং সাড়ে ১১শ’ শতাংশ জমি, যার মোট মূল্য এক কোটি ৬০ লাখ ৭১ হাজার ২৩০ টাকা। তিনি এক লাখ ৫৮ হাজার টাকার হাউজ লোনও ধার করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular