মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীজামায়াত সমর্থিতর বাসায় আওয়ামী এমপির নৈশ্যভোজ; সমর্থকদের মাঝে তীব্রক্ষোভ

জামায়াত সমর্থিতর বাসায় আওয়ামী এমপির নৈশ্যভোজ; সমর্থকদের মাঝে তীব্রক্ষোভ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আওয়ামী লীগের টাঙ্গাইল-(৪) কালিহাতী আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারির জামাত সমর্থিতর বাসায় নৈশ ভোজের কর্মকান্ডে তোলপাড় চলছে ইতালিয় প্রবাসীদের মাঝে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে গত (১১ থেকে ১৩ ফেব্রুয়ারি) ইতালিতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। এ সময় এমপি সোহেল হাজারি জার্মানি হয়ে ইতালিতে অবস্থান করেন। এমপি সোহেল হাজারি ইতালিতে থাকা কালীন টাঙ্গাইল জেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমানে ঢাকা মহানগর জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. সফিকুর রহমানের ছোট ভাই ইতালি প্রবাসী জামায়াত সমর্থিত এমকে রহমান লিটনের বাসায় অবস্থান করে রাতে নৈশ্যভোজে অংশ নেন। এতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ইতালিতে প্রবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এমপি সোহেল হাজারীর এহেন কর্মকা-ে ইতালি প্রবাসীসহ বাংলাদেশে ব্যাপত তোলপাড় চলছে। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম, ফেসবুক, টুইটারে এমপি সোহেল হাজারির সাথে ইতালি প্রবাসী জামায়াত সমর্থিত এমকে রহমান লিটনের ছবি দিয়ে বিভিন্ন সংবাদ ও মন্তব্য প্রকাশিত হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে এমপি সোহেল হাজারি হাসিমুখে সংবর্ধনার ফুল গ্রহণ করছেন। তাদের অন্তরঙ্গ বহু ছবি ইতালি প্রবাসীসহ বাংলাদেশী আওয়ামী লীগের কর্মীসমর্থকদের ফেসবুকে এখন ভাইরাল হয়েছে। এমপি সোহেল হাজারির এমন কর্মকান্ডে বিক্ষুব্ধ হয়ে এ ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন ইতালির রোমা নর্দ শাখা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ।
জানা যায়, জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি যান। সেখানে কাউন্সিলের সভা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন। এসব অনুষ্ঠানে দেশের বেশকয়েকজন সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, দেশ-বিদেশের গণমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন পর্যায়ের ইতালি প্রবাসীরা অংশ নেয়।
ইতালির রোমা নর্দ শাখা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া জানান, টাঙ্গাইল-(৪) কালিহাতী আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারীকে ইতালির রোমা নর্দ শাখা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবধর্না দিতে প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু এমপি সোহেল হাজারি আমাদের সংবধর্না না নিয়ে ইতালিতে টাঙ্গাইল জেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমানে ঢাকা মহানগর জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. সফিকুর রহমানের ছোট ভাই ইতালি প্রবাসী জামায়াত নেতা এমকে রহমান লিটনের বাসায় অবস্থান করেন। সেই সাথে তাদের সংবধর্নায় অংশ নেন। এমপি সোহেল হাজারীর এ ঘটনায় আমরা চরম বিক্ষুব্ধ হয়েছি।
ইতালির রোমা নর্দ শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ হাসান করিম জানান, এমপি সোহেল হাজারীর এ কর্মকান্ড আমরা কোন ভাবেই মেনে নিতে পারছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। আর দেশের স্বাধীনতা বিরোধী জামায়াতের নেতার বাসায় দেশের একজন এমপি কিভাবে আতিথিয়তা ও সম্বধর্নায় অংশ নেন। এ ঘটনায় আমরা চরমভাবে লজ্জিত।
ইতালির রোমা নর্দ শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান রানা জানান, এমপি সোহেল হাজারী আমাদের সংবধর্না না নিয়ে জামায়াত লিটনের নেতার বাসায় থাকেন এবং তাদের সম্বধর্না নেন। বিষয়টি আমরা প্রবাসী আওয়ামী লীগ কোন ভাবেই মেনে নিতে পারছি না।
এ বিষয়ে টাঙ্গাইল-(৪) কালিহাতী আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী বলেন, লিটন আমাকে সংবর্ধনা দিবে কেন? টাঙ্গাইল জেলা সমিতি আমাকে সংবর্ধনা দিয়েছে। লিটনকে আমি ব্যক্তিগত ভাবে চিনি না। আমি জানিনা উনি কার ভাই বা কার ছেলে। আর সেই সংবর্ধনা অনুষ্ঠানে আমার সাথে আরও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল। তারা কেউ আমাকে এই বিষয়ে কোনকিছু বলেনি। আর আমি সেখানে রাত্রিযাপন করিনি। তারা আমাদের জন্য একটি ডিনারের (নৈশ্যভোজ) ব্যবস্থা করেছিল। আমরা ডিনার (নৈশ্যভোজ) করে চলে এসেছি। জামায়াতের সাথে আমাদের আন্দোলন সংগ্রাম। জামায়াতের কাছে আমরা যাব কেন? আমরা সবসময় জামায়াতের ব্যাপারে সিরিয়াস।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -