রবিবার, নভেম্বর ৩, ২০২৪
Homeআন্তর্জাতিকজ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলছে........সাইফুল-ই-শাফলু

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলছে……..সাইফুল-ই-শাফলু

আবারও বাড়াল জ্বালানি তেলের দাম।  জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ  ইঙ্গিত দিয়েছিলেন জ্বালানি তেলের দাম বাড়বে। আর সেই বৃদ্ধির মাত্রা হবে ‘যৌক্তিক’ এবং ‘সহনীয়’। কিন্তু এ মূল্যবৃদ্ধির হারের দিক থেকে যা নজিরবিহীন। ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে লিটারপ্রতি দাম বেড়েছে ৩৪, পেট্রোলে ৪৪ এবং অকটেনে বেড়েছে ৪৬ টাকা। সরকার এমন একটি সময়ে জ্বালানি তেলের দাম বাড়ালেন  যখন সাধারণ মানুষ মহামারির আঘাত কাটিয়ে উঠতে পারেনি এবং  রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের প্রভাবে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করছে। এমতাবস্থায় জ্বালানি তেলের দাম বাড়ায় বিভিন্ন পণ্য ও পরিষেবার দাম আরও বেড়েছে। অর্থাৎ জ্বালানি মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনযাত্রা ও নিত্য ব্যয়ের ওপর ব্যাপক প্রভাব ফেলা শুরু হয়েছে। তবে জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম বলেছেন, ডিজেলের দাম বিশ্ববাজারে ব্যারেলে ১৭০ থেকে ১৩০ ডলারে নেমেছে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে ১০০ ডলারের মধ্যে এসেছে। এই দাম এ বছর ৭০ থেকে ৮০ ডলারে নামতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এমন সময় হুট করে এত বেশি দাম বাড়ানোর চাপ অর্থনীতিতে বিরূপ প্রভাব। ভারতের সঙ্গে দামের পার্থক্য সবসময় ছিল। এখন পাচারের প্রশ্ন তোলা কোনোভাবেই যৌক্তিক নয়। দাম কিছুটা বাড়ানো হবে, এ আশঙ্কা ছিল। তবে সেটা সহনীয় পর্যায়ে রাখা যেত। যতটা বাড়ানো হয়েছে, তা অনেকেরই চিন্তার বাইরে।
আমরা মনে করি, এমনিতেই দেশের নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত শ্রেণি নিদারুণ কষ্টে আছে। ইতঃপূর্বে প্রকাশিত এক জরিপে বলা হয়েছে করোনায় দেশে নতুন করে দরিদ্র হয়েছে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ। জ্বালানির দাম বাড়ানোয় আবারও বড় ধরনের ধাক্কা খাচ্ছে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত শ্রেণি।
  ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে দেশের কৃষি ও কৃষকের ওপর। কারণ কৃষিতে সেচ দেওয়ার মেশিনের ব্যবহার করা হয় ডিজেল। এতে করে কৃষির উৎপাদন ব্যয় বেড়ে যাবে। কয়েকদিন আগে সারের দামও বাড়ানো হয়েছে। কৃষকের ব্যয় বাড়লে স্বাভাবিকভাবেই বাড়বে কৃষিজাত পণ্যের দাম। তাই জ্বালানি তেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে জ্বালানি মন্ত্রণায়ের উচিত ছিল জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নেওয়া; কিন্তু অনেক ক্ষেত্রেই এমনটি হচ্ছে না। তাই  আমাদের প্রত্যাশা, যত দ্রুত সম্ভব জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনা করা হোক।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -