সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
Homeজাতীয়টগর আহ্বায়ক, তপু সদস্য সচিব টাঙ্গাইল অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি...

টগর আহ্বায়ক, তপু সদস্য সচিব টাঙ্গাইল অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে যাত্রা শুরু করলো গণমাধ্যম কর্মীদের নতুন সংগঠন টাঙ্গাইল অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন।
শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যানে এ সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সংগঠনের উপস্থিত সদস্যদের ভোটে জাগোনিউজ২৪.কম এর টাঙ্গাইল প্রতিনিধি আরিফ উর রহমান টগর কে আহ্বায়ক ও পূর্বপশ্চিমবিডি.নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি তপু আহম্মেদকে সদস্য সচিব নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোঃ আশিকুর রহমান পলাশ (এবিসি৭১), অলক কুমার দাস (দিবিডিনিউজ২৪), যুগ্ম সদস্য সচিব রেজাউল করিম (ঢাকাটাইমস২৪), তারেক আহমেদ (এবিনিউজ২৪) ও মোঃ পারভেজ হাসান (অনুসন্ধান)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন-আব্দুল্লাহ আল নোমান (পরিবর্তন.কম), মাহবুবুর রহমান (আজকেরটেলিগ্রাম.কম), এনায়ের করিম বিজয় (বাসাইলসংবাদ২৪.কম), মেহেদী হাসান মৃদুল (নিউজ৭১), অন্তু দাস হৃদয় (সময়েরকণ্ঠস্বর.কম), মোঃ মুক্তার হাসান (আইএনবিনিউজ), তনয় কুমার বিশ্বাস (ই-বার্তা২৪৭.কম) ও মোল্লা তোফাজ্জল (কালেরস্রোত.কম)।
এসময় সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র প্রনয়ন ও অর্থ কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র প্রনয়ন কমিটির আহ্বায়ক মোঃ আশিকুর রহমান পলাশ, সদস্য সচিব রেজাউল করিম, সদস্য আব্দুল্লাহ আল নোমান, মেহেদী হাসান ও অন্তু দাস হৃদয়। অর্থ কমিটির আহ্বায়ক অলক কুমার দাস, সদস্য সচিব মোঃ পারভেজ হাসান, সদস্য মুক্তার হাসান, মাহবুবুর রহমান ও তনয় বিশ্বাস।
আগামী এক মাসের মধ্যে সংগঠনের চূড়ান্ত গঠনতন্ত্র প্রনয়নসহ পূর্নাঙ্গ কমিটি নির্বাচন করারও সিদ্ধান্ত নেয় সংগঠনের সদস্যরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -