টাংগাইল বিমানবন্দরে উদ্ভোদন হতে যাচ্ছে দেশের প্রথম ‘এয়ার ট্যাক্সি সার্ভিস ‘

0
781

টাঙ্গাইল-৫ (সদর) আসনের মানণীয় এমপি আলহাজ্জ ছানোয়ার হোসেন স্যারকে সাথে নিয়ে Cessna 172 ( সেসনা ১৭২) উড়োজাহাজ (৪ সিট) অবতরন করতে যাচ্ছে টাঙ্গাইল বিমানবন্দরে । সেখানেই উদ্ভোদন করা হবে দেশের প্রথম “ এয়ার ট্যাক্সি সার্ভিস” যেখানে মোবাইল এ্যাপ দিয়ে ভাড়া করা যাবে ২/৪ সিটের বিমান ।

টাঙ্গাইলকে সংযুক্ত করা হবে ১৭ টি অব্যবহৃত বিমানবন্দরের সাথে । সকলের জন্য হোক সহজলভ্য বিমান সেবা।

USA/Canada তে প্রতি ঘন্টা সর্বোচ্চ ১৫০০০ থেকে ২০০০০ টাকা ভাড়া। ৪ সিট। ১ জন পাইলট ৩ জন যাত্রী ।চলবে মাটি থেকে ১০০০ থেকে ৩০০০ ফিট উচ্চতায় । ১ জন বসবে পাইলটের পাশে আর দুইজন পিছনে । এটি খুবই মজাদার জার্নি।

DC-10-30(314 passengers) , A 310(230 passengers) থেকেও ভাল লাগে এই বিমানগুলি ।

যদি চালু হয়, তাহলে সুবিধা হবে জরুরি বিভাগের সবধরনের কাজগুলো।

যেমন কেউ অসুস্থ হলে ঢাকা বা অন্যান্য জেলার হাসপাতালের সাথে যোগাযোগ ব্যবস্থা। এবং প্রয়োজনে অন্যান্য জেলায় যাতায়াত বা ঘোরাফেরা।

বলেছেনঃ capt Abdulla

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।