নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা গ্রামের মৃতসৈয়দ আবুল হাসান চিশতিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তারই দুই ছেলে সৈয়দ নুরুল হুদা মাসুম (৩০) ও সৈয়দ মাজহারুল ইসলাম খোকন (২৫) নামে দুই ভাইকে জঙ্গি সন্দেহে আটক করেছে র্যাব-১২।
গতকাল সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই অভিযান চালায় র্যাব। সকাল ৮ টা সময় অভিযান সমাপ্ত ঘোষনা করে র্যাব-১২।
র্যাব-১২ জানায়- আটকৃতদের কাছ থেকে একটি ড্রোন, ২টি চাপাতি ও জিহাদি বইসহ কিছু বিস্ফরক উদ্ধার করা হয়েছে।
র্যাব-১২ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল রাতে সন্দেহজনক ওই বাড়িটি ঘিরে ফেলা হয়। বাড়িটিতে রাতভর অভিযান ও তল্লাশি চালিয়ে জঙ্গি সন্দেহে রাতেই দুই ভাইকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঢাকার মিরপুরের মাজার রোডের একটি জঙ্গি আস্তানার তথ্য দেন ।
আটককৃত দুই ভাই ঢাকার যে বাড়ির তথ্য দিয়েছে,সে বাড়িটি ঘিড়ে রেখেছে র্যাব।সে বাড়িতেও কয়েকজন জঙ্গি আছে বলে জানান তিনি।
অভিযানকালে র্যাব- ১২ এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি সেলিম মো. জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
এ ঘটনায় কালিহাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।