নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার একটি ইউনিয়ন ও ঘাটাইল উপজেলার একটি ওয়ার্ডে উপ নির্বাচনে ভোট গ্রহন চলছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতহীন ভাবে ভোট গ্রহন চলবে বলে জানান নির্বাচন অফিস।
ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ও ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জানা যায়, ভূঞাপুর অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম তালুকদার ও ঘাটাইলে জামুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুজ্জামান লেবু মৃত্যু বরণ করায় এই দুটি পদ শূন্য হয়ে পড়ে। পরে নির্বাচন কমিশন ৩অক্টোবর নির্বাচনের দিন ধার্য করে। সকাল থেকে সুষ্ঠ,সুন্দর ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে ।
ভূঞাপুর অলোয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী মর্তুজ আলী,বিএনপির (ধানের শীষ) নুরুল আমীন নান্নু ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ এ ৩জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন।
এদিকে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে সামসুজ্জামান রিপন (মোরগ),বন্দে আলী মিয়া (তালা), আরশেদ আলী (ফুটবল),ও মো.মামুন (টিউবয়েল) এ ৪জন সদস্য পদে প্রতিদন্দিতা করছেন।