বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলের কালিহাতীতে ছেলের হাতে মা খুন,ছেলে গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে ছেলের হাতে মা খুন,ছেলে গ্রেফতার

কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাতুরিয়া গ্রামে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন হয়েছে। শনিবার(৩০ ডিসেম্বর)রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। মাকে হত্যার অভিযোগে ছেলে শিশিরকে(২৩)গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। নিহত এই ব্যাক্তি উপজেলার সাতুরিয়া গ্রামের মামুন মিয়ার স্ত্রী বিথী বেগম (৪০)।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, শনিবার সকালে মামুন মিয়া তার স্ত্রী ও ছেলেকে বাড়িতে রেখে ঢাকায় যান। রাতে বাড়ি ফিরে বিথীর মরদেহ ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় মরদেহের পাশ থেকে রক্তমাখা একটি কুড়াল ও শিশিরের একটি লুঙ্গি পাওয়া যায়। পরে রাত ১০টার দিকে উপজেলার চারান এলাকা থেকে শিশিরকে গ্রেপ্তার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, নেশার টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে শিশির। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য আজ রোববার(৩১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -