বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি; টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক দুই স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের নিহত হয়েছে।আজ শুক্রবার (১ জুন) ভোরে উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওসি মোশারফ হোসেন বলেন, নিহত দুইজনের মধ্যে এক জনের পরিচয় জানা গেছে। তিনি মির্জাপুর উপজেলার সুমন মিয়া (২৮)। তার পরিবারের লোকজন এসে লাশ নিয়ে গেছে। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশের এই কর্মকর্তা জানান, ছিলিহাটী থেকে ছেড়ে আসা নিলফামারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিলো। শুক্রবার ভোরে ট্রেনটি উপজেলার সরাতৈল এলাকায় পৌঁছালে পৃথক দুটি স্থানে ওই দুই যুবক ট্রেনে কাটা পড়েন। ২৫-২৬ বছর বয়সী অপর অজ্ঞাত ব্যক্তির লাশ রেল লাইনের পাশেই রয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -