টাঙ্গাইলের গোয়াল ঘরে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

0
159
News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে গোয়াল ঘরে ডেকে নিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে গোপালপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

এ ঘটনায় গোপালপুর থানার ইনচার্জ অফিসার মো. হাসান-আল মামুন জানান, গত সোমবার রাতে নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়ার মৃত গৌর মহনের ছেলে হিমাংশু হিমু (৫৫) নামের প্রতিবেশি ওই শিশুকে গোয়াল ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়।

তিনি আরো জানান, ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করার পর শিশুটিকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধর্ষককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।