সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলের ঘাটাইলে ইয়াবাসহ সজীব নামের দুই বন্ধু আটক

টাঙ্গাইলের ঘাটাইলে ইয়াবাসহ সজীব নামের দুই বন্ধু আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী পুলিশ ফাঁড়ি এলাকা থেকে সজীব নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৩ জানুয়ারী) গবীর রাত্রে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত দুই বন্ধু সখীপুর উপজেলার বড়চওনা নামদারপুর গ্রামের মোখতার আলীর ছেলে সজীব হোসেন (২০) ও বড়চওনা গ্রামের আবুল হাসেম লিটনের ছেলে সজিব সরকার (১৯) ।

এলাকাবাসী সূত্রে জানা যায়,সজীব সরকার দেড় বছর অাগে মটরসাইকেল ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে অাটক হয়েছিলেন। কিন্তু তখন তার বয়স ১৮ না হওয়ায় এলাকাবাসী ও স্কুল শিক্ষকদের সুপারিশে সজীবকে ছেড়ে দেয় পুলিশ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন পিপিএম জানান, এই দুই মাদক ব্যবসায়ীকে সাগরদিঘী পুলিশ ফাঁড়ির বেতুয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । এ সময় তাদের কাছ থেকে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -