টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় স্বামী স্ত্রী দুজনেই নিহত হয়েছে। এ ঘটনায় তাদের ছেলে আহত হন।
২৪ মে বুধবার সকালে ঘাটাইল উপজেলার ব্রাক্ষ্মনশাসন নযুনবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালপুর উপজেলার ডাংডাইল বাকুটি গ্রামের সুলতান মাহমুদ (৩২) এবং তার স্ত্রী রউশন আরা বেগম (২৮)।
ঘাটাইল থানার এসআই মোহাম্মদ নুরুজ্জামান বলেন, হতাহতরা মোটরসাইকেলযোগে কালিহাতী যাচ্ছিল।
এ সময় তারা ঘাটাইল উপজেলার ব্রাক্ষনশাসন নযুনবাগে পৌঁছলে একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুলতান নিহত হয়। তার স্ত্রী ও ছেলে মারাত্মকভাবে আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সেখান থেকে তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়।