মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় স্বামী স্ত্রী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় স্বামী স্ত্রী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় স্বামী স্ত্রী দুজনেই নিহত হয়েছে। এ ঘটনায় তাদের ছেলে আহত হন।
২৪ মে বুধবার সকালে ঘাটাইল উপজেলার ব্রাক্ষ্মনশাসন নযুনবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালপুর উপজেলার ডাংডাইল বাকুটি গ্রামের সুলতান মাহমুদ (৩২) এবং তার স্ত্রী রউশন আরা বেগম (২৮)।
ঘাটাইল থানার এসআই মোহাম্মদ নুরুজ্জামান বলেন, হতাহতরা মোটরসাইকেলযোগে কালিহাতী যাচ্ছিল।

এ সময় তারা ঘাটাইল উপজেলার ব্রাক্ষনশাসন নযুনবাগে পৌঁছলে একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুলতান নিহত হয়। তার স্ত্রী ও ছেলে মারাত্মকভাবে আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সেখান থেকে তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -