রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. শহিদুল ইসলাম লেবুর সমর্থনে তৃণমূলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাসস্টেশন চত্বরে যুবলীগ নেতা সরোয়ার আলম রুবেলের সঞ্জালনায় ও ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে তৃণমূল সামবেশে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন মো. শহিদুল ইসলাম (লেবু)।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য শাহেন শাহ মিন্টু সিদ্দিকী,সাগরদিঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার,লোকের পাড়া ইউপি চেয়ারম্যান মো. শরীফ হোসেন,ঘাটাইল পৌরসভার প্যানেল মেয়র লিটন সরকার,ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী,আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান আলী,মহিলা আওয়ামীলীগের সভা নেত্রী নুর জাহানা সিদ্দিকা,জিবিজি কলেজের ভিপি আবু সাইদ রুবেলসহ, ছাত্রলীগ, যুগলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, বীরমুক্তিযোদ্ধা,সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের কান্ডারী মো. শহিদুল ইসলাম লেবুকে মনোনয়ন দেয়ার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে তাকে মনোনয়ন দেয়ার জন্য জোড় দাবি জানান।
ঘাটাইল বাসস্টেশন চত্বরে অনুষ্ঠিত তৃণমূলের সমাবেশকে সফল করার জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতা কর্মীরা যোগ দিয়ে তৃণমূল এই সমাবেশকে জন সমুদ্রে পরিণত করেন। এসময় নেতা কর্মীরা লেবু ভাইকে মনোয়ন দেয়ার জন্য বিভিন্ন শ্লোগান ও ব্যানার ফেস্টুন প্রর্দশন করেন।