রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরটাঙ্গাইলের ঘাটাইলে ৩ ভূয়া দাখিল পরীক্ষার্থীকে ১বছরের কারাদন্ড

টাঙ্গাইলের ঘাটাইলে ৩ ভূয়া দাখিল পরীক্ষার্থীকে ১বছরের কারাদন্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে ৩ ভূয়া দাখিল পরীক্ষার্থীকে ভ্রাম্যমান আদালত এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা শনিবার (১০ ফেব্রুয়ারী) তাদেরকে এ জেল প্রদান করেন। উপজেলার শহরগোপীনপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্তরা হলো ঘাটাইল উপজেলার মনতলা গ্রামের শহিদুলের মেয়ে মোছাঃ সীমা (১৮), তালতলা গ্রামের ইব্রাহিমের মেয়ে মাহমুদা (১৮) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম গ্রামের বুলবুল মিয়ার মেয়ে তানিয়া (১৮)।

পুলিশ জানায়, শনিবার শহরগোপীনপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে সাধারণ গণিত পরীক্ষায় মনতলা ইসলামীয়া দাখিল মাদরাসায় ১৪ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। বহু নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর সৃজনশীল পরীক্ষা চলাকালিন সময় ৯ জন ভূয়া পরীক্ষার্থী অংশ নেয়ার খবর কতৃপক্ষের জানতে পারে। খবর পেয়ে ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের প্রবেশপত্র চেক করেন। ভূয়া পরীক্ষার্থী প্রমান হওয়ায় তিন পরীক্ষার্থীকে আটক করা হয়। বিষয়টি টের পেয়ে বাকী ৬ ভুয়া পরীক্ষার্থী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারনে কক্ষের দায়িত্ব প্রাপ্ত ২ পরিদর্শককে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -