শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলামধুপুরটাঙ্গাইলের ঝড়ে দেয়াল ধসে শিশু নিহত, আহত ২

টাঙ্গাইলের ঝড়ে দেয়াল ধসে শিশু নিহত, আহত ২

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে ঝড়ে নির্মাণাধীন ৩ তলা ভবনের দেয়াল ধসে রাকিব নামের ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে তার সহোদর ভাই সাকিব এবং মা দিলরুবা ।

জানাযায়,শুক্রবার সন্ধ্যায় ঝড়ে নির্মাণাধীন ৩ তলা ভবনের দেয়াল ধসে মা ও দুই ছেলে আহত হয়। পরে তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর রাত সাড়ে ১০ টার দিকে রাকিবের মৃত্যু হয়। নিহত রাকিব পৌর শহরের মালাউড়ী কাজী পাড়ার রূপচাঁন মিয়ার ছেলে।

এ ঘটনায় মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ ঘটনাস্থল পরির্দশন করে সত্যতা শিকার করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -