শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলের তিন উপজেলায় ১৫ ঘণ্টা পর বিদ্যুৎ চালু

টাঙ্গাইলের তিন উপজেলায় ১৫ ঘণ্টা পর বিদ্যুৎ চালু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের তিন উপজেলায় প্রায় ১৫ ঘণ্টা পর বিদ্যুৎ চালু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে বিদ্যুৎ লাইনের সংযোগ সঞ্চালন হয়। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

এর আগে বুধবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তি ও বিপর্যস্ত হয়ে পড়ে মানুষের জীবন। বিপাকে পড়ে খামারি ও হাসপাতালে থাকা রোগীরা।

জানা গেছে, বুধবার দুপুরে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কালিহাতীর এলেঙ্গা পুংলি নদীর ওপর তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়। ফলে ভুঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (বিউবো) আওতায় ভুঞাপুরসহ পার্শ্ববর্তী ঘাটাইল, গোপালপুর ও কালিহাতী কিছু এলাকার ৫০ হাজারের বেশি গ্রাহকরা ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

এ বিষয়ে ভুঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী (বিউবো) মো. আনোয়ারুল ইসলাম বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় মেরামত কাজে বিঘ্ন ঘটে। পরে রাতভর মেরামতের কাজ শেষে বৃহস্পতিবার ভোররাতে সংযোগ লাইন সঞ্চালন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -