টাঙ্গাইলের নাগরপুর ভারড়া ইউপি নির্বাচন আবার তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোট। ভারড়া ইউপির বর্তমান চেয়ারম্যান রমজান আলী সীমানা সংক্রান্ত বিষয়ে হাইকোটে রিটের প্রেক্ষিতে সোমবার বেলা ১১টার দিকে এ নির্বাচন স্থগিত করা হয়। এ নিয়ে দুইবার নির্বাচন স্থগিত করল হাইকোট।
নির্বাচন স্থগিত সংক্রান্ত একটি চিঠি জেলা নির্বাচন অফিসে পৌঁছলে নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ করে দেয়।
জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, মঙ্গলবার এ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমরা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করছিলাম। আমরা মালামাল বিতরণ করব এ মুহূর্তে শুনতে পারি হাইকোট তিন মাসের জন্য স্থগিত করেছে। সেই মুহূর্তে আমরা নির্বাচনের সকল কার্যকম স্থগিত করে দেই।
এর আগে গত বছরের ২৩ মার্চ অন্যন্য ইউপি নির্বাচনের সাথে এই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ছিল। কিন্তু একজন প্রার্থী সীমানা পুনঃনির্ধারণের জন্য হাইকোটে আবেদন করলে আদালত সীমানা পুনঃনির্ধারণ করে নির্বাচন কারার ঘোষণা দেয়।