শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলের বালু ব্যবসাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন

টাঙ্গাইলের বালু ব্যবসাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই খামার পাড়া এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। নিহত ব্যাক্তির নাম শামীম মিয়া (৩২)। তিনি স্থানীয় নুরু মিয়ার ছেলে। গতরাত ১২টার দিকে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়ারা জানান, বালুর ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘ দিন যাবৎ চাচা শফি মিয়ার সাথে ভাতিজা শামীমের বিরোধ চলে আসছিল। এ বিষয়ে মির্জাপুর থানায়ও অভিযোগ রয়েছে। পূর্ব বিরোধের জেরে চাচা শফি মিয়া তার দল নিয়ে শামীমের উপর আক্রমন করে। এ সময় তারা শামীমকে মারপিট করে ফেলে যায়। পরে স্বজনরা উদ্ধার করে কুমুদনী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা কর।

মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -