নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মৃত্যু হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছয়শ এলাকায় এ ঘটনাটি ঘটে।
মহেড়া ট্রেন স্টেশনের মাস্টার আব্দুল খালেক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বাসাইল উপজেলার ছয়শ এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়। লোকটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ হবে। এ বিষয়ে কমলাপুর রেলওয়ে (জিআরপি) থানার পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে লাশটি নিয়ে যাবে।