টাঙ্গাইলের বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

0
221

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

টাঙ্গাইলের দেলদুয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু মিয়া (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার চালাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে বাচ্চু মিয়া খালের পানিতে পাট জাগ দিতে যান। এসময় খালের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎতের তারের সঙ্গে তার হাতে থাকা কাঁচা বাঁশের স্পর্শ হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পল্লী বিদ্যুৎ সমিতির দেলদুয়ার জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক বিপ্লব কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।