শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলের সেই তাসলিমা পাস করেছে

টাঙ্গাইলের সেই তাসলিমা পাস করেছে

 

টাঙ্গাইলে ফরম পূরনে নির্ধারিত ফির চেয়ে প্রায় দ্বিগুণ টাকা দিতে না পারায় ফরম পূরণ করতে না দেয়া সেই তাসলিমা এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে।

কালিহাতী উপজেলার নরদহি উচ্চ বিদ্যালয়ের এ ছাত্রী জিপিএ ৩ দশমিক ৭৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের অমানবিক আচরণের শিকার তাসলিমাকে নিয়ে দৈনিক যুগান্তরে প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসনের।

পরে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের উদ্যোগে বিশেষ ব্যবস্থাপনায় ফরম পূরণ করা হলে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পায় তাসলিমা।

তাসলিমা কালিহাতী উপজেলার নরদহি গ্রামের দিনমজুর মজিবরের মেয়ে।

দারিদ্রের সঙ্গে লড়াই করে পড়াশোনায় ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিল সে। কিন্তু এসএসসির ফরম পূরণে বাড়তি অর্থ যোগাতে না পেরে তার কলেজে পড়ার স্বপ্ন ভেঙে গিয়েছিল।

কিন্তু যুগান্তরের খবরে প্রশাসন হস্তক্ষেপ করায় অদম্য এ মেধাবীর ভাঙা স্বপ্ন জোড়া লাগতে বেশি সময় লাগেনি।

বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, তাসলিমা কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেছে।

নরদহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, তাসলিমা ৩.৭৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

তার অন্য সহপাঠীরাও ভালো ফল অর্জন করেছে। বিদ্যালয়টি থেকে ৭৫ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৬৮ জন পাস করেছে বলে জানান প্রধান শিক্ষক।

সংগ্রহ : যুগান্তর

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -