নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে সাত জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তারা সবাই পুরুষ। এদের মধ্যে ছয় জনই ঢাকা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। অপরজন টাঙ্গাইলে আক্রান্ত হয়েছে।
রোববার (২৮ জুলাই) হাসপাতাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। হাসপাতাল সূত্র জানায়, টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডে সাত জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।
এদের মধ্যে ঢাকা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন গোপালপুর থানার মুকিন্দবাড়ী গ্রামের রাসেল, নাগরপুর থানার ঘুর্নিবাড়ী গ্রামের আশিক, সদর থানার বেলতা গ্রামের তানভির হাসান, বিশ্বাস বেতকা গ্রামের আব্দুস সালাম খান, মির্জাপুর থানার গুল্লি গ্রামের জোবায়ের, দেলদুয়ার থানার এলাসিন গ্রামের শুভ সাহা। এরা সবাই ঢাকায় বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল। অপরদিকে বাসাইল থানার বাথুলী সাদী গ্রামের মিজান খান তার বাড়িতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
রোগীরা জানান, তাদের শরীরে প্রচন্ড জ্বর ও ব্যাথা। আক্রান্ত হওয়ার পর তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষা-নিরিক্ষার পর তাদের শরীরে ডেঙ্গু রোগ সনাক্ত হয়।
হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ সদর উদ্দিন জানান, হাসপাতালে ভর্তি প্রায় সবাই ঢাকা হতে জ্বর নিয়ে এসেছেন। ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। ডেঙ্গু জ্বরে ভয় পাওয়ার কিছু নেই। যথাযথ চিকিৎসা নিলেই তারা সুস্থ্য হয়ে উঠবেন।