সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলের ৮টি আসনে নির্বাচিত যারা

টাঙ্গাইলের ৮টি আসনে নির্বাচিত যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে ছয়টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীকে জয়যুক্ত হয়েছেন। বাকি দু’টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা ঈগল প্রতীকে জয়যুক্ত হয়েছেন। তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মোট ১৪৮টি কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ড. মো. আব্দুর রাজ্জাক।তার প্রাপ্ত ভোট এক লাখ ৭৪ হাজার ১২২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খন্দকার আনোয়ারুল হক পেয়েছেন চার হাজার ১৭৮ ভোট।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের ১৩৮টি কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন তানভীর হাসান ছোট মনির। তার প্রাপ্ত ভোট এক লাখ ৫১ হাজার ৭৩০টি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার পেয়েছেন ৩০ হাজার ৪৮৬টি ভোট। এই আসনের একটি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মোট ১১৯টি কেন্দ্রে ঈগল প্রতীকে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান রানা।তার প্রাপ্ত ভোট ৮২ হাজার ৭৪৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. কামরুল হাসান খান পেয়েছেন ৬৯ হাজার ৩৫টি ভোট।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মোট ১১৩টি কেন্দ্রে ট্রাক প্রতীকে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী।তার প্রাপ্ত ভোট ৭০ হাজার ৯৪০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোজহারুল ইসলাম পেয়েছেন ৫৪ হাজার ৭৫টি ভোট।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে মোট ১৩০টি কেন্দ্রে ঈগল প্রতীকে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. ছানোয়ার হোসেন।তার প্রাপ্ত ভোট ৭২ হাজার ২৭৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. মামুনূর রশিদ পেয়েছেন ৬৫ হাজার ৭৬৭টি ভোট।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মোট ১৫৪টি কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন আহসানুল ইসলাম টিটু।তার প্রাপ্ত ভোট এক লাখ ১২ হাজার ৬৮৪টি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকে তারেক শামস পেয়েছেন ৩১ হাজার ২৯২টি ভোট।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মোট ১২৭টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন খান আহমেদ শুভ।তার প্রাপ্ত ভোট ৮৮ হাজার ৩৯৩টি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতীকে মীর এনায়েত হোসেন মন্টু পেয়েছেন ৫৭ হাজার ২৩১টি ভোট।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে মোট ১২৭টি কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন অনুপম শাহজাহান জয়।তার প্রাপ্ত ভোট ৯৬ হাজার ৪০১টি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী গামছা প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৫০১টি ভোট।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -