শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে অটোরিকশা চাপায় ছিনতাইকারী নিহত

টাঙ্গাইলে অটোরিকশা চাপায় ছিনতাইকারী নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় ব্যাটারি চালিত অটোরিকশার নিচে চাপা পড়ে মেহেদী হাসান (১৭) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার কাগমারী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী পৌরসভার দিঘুলীয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

টাঙ্গাইল কাগমারী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) কামাল জানান, রাতে আকাশসহ কয়েকজন সঙ্গীকে নিয়ে নিজের অটোরিকশায় যাত্রী উঠিয়ে তাদের টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনতাই করছিল মেহেদী। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। দ্রুত পালাতে গেলে তাদের অটোরিকশাটি উল্টে যায়। এসময় অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়।

অন্যদিকে, স্থানীয়রা ধাওয়া করে আকাশকে ধরতে সক্ষম হলেও বাকি ছিনতাকারীরা পালিয়ে যায়। পরে আকাশকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে তারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -