শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে অটোরিকশা বন্ধ রেখে ভাড়া বৃদ্ধির দাবি, শ্রমিকদের দিনভর কর্মবিরতি

টাঙ্গাইলে অটোরিকশা বন্ধ রেখে ভাড়া বৃদ্ধির দাবি, শ্রমিকদের দিনভর কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ভাড়া বৃদ্ধির দাবিতে অটোরিকশা চালানো বন্ধ রেখে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও দিনভর কর্মবিরতি কর্মসূচি পালন করেছে জেলা অটোরিকশা, টেক্সি ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।

রবিবার (৩ মার্চ) দিনভর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে ভোগান্তির শিকার হয়েছেন চলমান এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা।

এদিকে বিকল্প হিসেবে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাতে চলাচল করে যাত্রীরা। এই সুযোগে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে। অনেকে আবার হেঁটেই গন্তব্যে গিয়েছেন।

হৃদয় ইসলাম নামের এক পরীক্ষার্থী বলেন, অটো শ্রমিকদের এ আন্দোলন ও দাবি অযৌক্তিক। তারা অটো বন্ধ করে সাধারণ মানুষকে হয়রানি করছে। আমরা অটো না পেয়ে পায়ে হেঁটে পরীক্ষার কেন্দ্রে যাচ্ছি।

এনজিও কর্মী কাদের মোল্লা বলেন, বর্তমানে যে ভাড়া আছে সেটি স্বাভাবিক। কিন্তু এর চেয়ে বেশি ভাড়া হলে সেটা সাধারণ মানুষের উপর বোঝা হয়ে যাবে। তাদের এ দাবি এক প্রকার জিম্মি করার মতো। আমরা এ দাবি মানব না।

জেলা অটোরিকশা, টেক্সি ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন উল্লাস বলেন, শ্রমিকরা সারাদিনে যে ভাড়া পায়, তা দিয়ে তাদের সংসার চলে না। সব কিছুর দাম বৃদ্ধি। তাই আমরা আন্দোলন করছি। জেলায় ৪ হাজারের বেশি অটোরিকশার শ্রমিক রয়েছেন।

সংগঠনটির সভাপতি আব্দুল লতিফ বলেন, ভাড়া বৃদ্ধির দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছে। ইতোপূর্বে ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে আমরা জেলা প্রশাসক ও টাঙ্গাইল পৌরসভার মেয়রকে জানিয়েছি। এর সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ ব্যাপারে টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর বলেন, শ্রমিকরা ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে পৌরসভায় এসেছিলেন। আমি সাধারণ মানুষের ভোগান্তির কথা শুনে দ্রুত আন্দোলন প্রত্যাহার করে অটোরিকশা চালু করতে বলেছি। ভাড়া বৃদ্ধির বিষয়টি প্রশাসন ও সাংবাদিকসহ সকল পেশার মানুষের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -