সোমবার, নভেম্বর ৪, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে আইজিপি অনুর্ধ্ব-২১ উদ্বোধন

টাঙ্গাইলে আইজিপি অনুর্ধ্ব-২১ উদ্বোধন

বাংলাদেশ কাবাডি ফেডারেশ ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে আইজিপি অনুর্ধ্ব আন্ত উপজেলা কাবাডি প্রতিযোগিতা। বুধবার (১ নভেম্বর) সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আইজিপি অনুর্ধ্ব-২১ আন্তউপজেলা কাবাডি প্রতিযোগিতার প্রধান অতিথি শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক খান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. নুরুল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার সৈকত শাহীন, গৈবিন্দ চদ্রপাল, টাঙ্গাইল মডেল থানার ওসি মো. সাইদুল রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারন সম্পাদক হারুন-অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ হাসান ফিরোজসহ অন্যরা ।

সার্বিক ব্যাবস্থাপনায় টাঙ্গাইল পুলিশ সুপার। উদ্বোধনী খেলায় অংশ নেয় টাঙ্গাইল মির্জাপুর উপজেলা বনাম ভূঞাপুর-গোপালপুর উপজেলা। প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার ০৮টি উপজেলার দল খেলায় অংশ নিচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -