নিউজ টাঙ্গাইল ডেস্ক: কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস আক্রমণে সারা বিশ্ব আজ স্তব্ধ। করোনার ভয়াবহতা বদলে দিয়েছে পুরো পৃথিবীর চিত্র। করোনার থাবায় আমাদের দেশও স্থবির। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলা মানুষগুলো আজ গৃহবন্দী।
সংক্রমণরোধে বন্ধ রয়েছে সবধরণের শিক্ষা প্রতিষ্ঠান। একইসাথে আউটডোর খেলাধুলায় রয়েছে নিষেধাজ্ঞা। ফলে অলস সময় পার করছে শিক্ষার্থীরা। বিরক্তিকর ঘরবন্দী থেকে একটু স্বস্তি পেতে বাঙালির ঐতিহ্যবাহী ঘুড়ি নিয়ে মেতে আছেন এসব শিক্ষার্থীরা। ফাঁকা জায়গায় ও বাড়ির ছাদে ঘুড়ি উড়াতে দেখা যায় শিক্ষার্থীসহ অনেককেই।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সাবেক চেয়ারম্যান এসএম ফেরদৌস আহম্মেদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে শাহ আসিফ কামাল (তৌসিফ) তৈরি করেছেন ৪৬ ফিট লম্বা এক ঘুড়ি (চং)। চংটির দেহের দৈর্ঘ্য ১৬ ফিট, প্রস্থ ১২ ফিট। চংয়ের নিচে কাপড় লাগানো হয়েছে ৩০ ফিট। যা নিয়ে চং ঘুড়িটি দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৪৬ ফিট।
তৌসিফের বিশাল এই চংটি নজর কেড়েছে ঘুড়ি প্রেমিকদের । অবাকও করেছে সাধারণ মানুষকে। ঘুড়ি উড়ানোর শখ ও আগ্রহ বেড়েছে অনেকের। তৌসিফের বাড়ি উপজেলার সদরে এবং সে একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গত এক সপ্তাহ ধরে তৌসিফের সাথে আরও তিনজন শ্রমিক টানা কাজ করে ঘুড়িটি নির্মান শেষ করেন। এতে নির্মান খরচ হয়েছে প্রায় দশ হাজার টাকা। প্রথম পর্যায়ে স্থানীয়রা ধারণা করেছিলেন, এতো বিশাল আকৃতির ঘুড়ি হয়তো আকাশে উড়বে না। তবে দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে দেলদুয়ারের আকাশে উড়ল সেই বিশাল আকৃতির ঘুড়িটি।
তৌসিফ জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় লম্ভা সময় ঘরবন্ধী হয়ে অনেকটাই বিরক্ত হচ্ছিলেন তিনি। তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যানের সাথে বিভিন্ন জায়গায় জীবানু নাশক ছেটানো এবং কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেও সময় কাটছিল না। ব্যক্তিগত জীবনটা অনেকটাই বিরক্তে কাটছিল।
এমন সময় চারিদেকে ঘুড়ি উড়ানো দেখে দেলদুয়ারের আকাশে সবচেয়ে বড় ঘুড়ি উড়ানোর শখ জাগে তার। যা দেখে সাধারণ মানুষ লকডাউনের মধ্যেও আনন্দ উপভোগ করতে পারেন। এরপর থেকেই তৌসিফ শুরু করেন ঘুড়ি তৈরির কাজ।
তৌসিফের বাবা দেলদুয়ার উপজেলার সাবেক চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ বলেন, করোনাকালে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তৌসিফ তার সাথে বিভিন্ন সময় সড়কে জীবানুনাশক ছেঁটানোসহ ত্রাণসামগ্রী বিতরণে অংশ নিয়েছে। লম্ভা সময় বাড়িতে থেকে যখন বিরক্ত হচ্ছিল তখন
তৌসিফ এই ঘুড়িটি তৈরি করে। ঘরে থেকে মানষিক বিপর্যয়ে পড়তে পারে ভেবে তার এই ধরণের উদ্যোগকে সমর্থন করেছেন বলেও জানান তৌসিফের বাবা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।