টাঙ্গাইলে আনসার বাহিনীর স্বাধীনতা ও সুবর্ণজয়ন্তী উদযাপন

0
72
News Tangail

নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য র‌্যালী করেছে।

গতকাল বুধবার সকালে টাঙ্গাইল জেলা আনসার ও ভিডিপির কার্যালয় থেকে জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল এর তত্ত¡াবধানে আনসার ও ভিডিপির সদস্যরা ৫০টি জাতীয় পতাকা হাতে নিয়ে ঘন্টা ব্যাপী বর্ণাঢ্য র‌্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মাসুদুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট মোজাফর আলী, দেলদুয়ার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবুল কাশেম, সখিপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সিরাজুল ইসলামসহ ৫০জন বিভিন্ন পদবীর কর্মকর্তা-কার্মচারীবৃন্দ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।