নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)’র টাঙ্গাইল জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অবিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাপসার টাঙ্গাইল জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণের মধ্য দিয়ে জেলা পরিষদ মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাপসা টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ সোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাকসুদা হোসেন, বাপসার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি শেখ হাবিবুর রহমান, সাবেক সভাপতি মোঃ সোহেলুর রহমান সোহেল, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, বাপসা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও পোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ লিয়াকত আলী খান, করটিয়া ইউনিয়ন পরিষদ সচিব নুরুল হুদা খান, গালা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবু শরিফ মিয়া, মির্জাপুরের বহুলীয়া ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জয় কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।