সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeবিবিধটাঙ্গাইলে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা

টাঙ্গাইলে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল শিশু একাডেমী প্রাঙ্গনে মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক (এমপি)।

এসময় প্রধান আলোচক হিসাবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পরিচালক মসজিদ ও মার্কেট বিভাগ এবং বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল প্রমুখ।

জেলা ইসলামিক ফাউন্ডেশন “মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকদের প্রশিক্ষণ, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক প্রতিরোধে আলেম ওলামাদের করণীয়” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -