নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে ৩০ পিছ ইয়াবাসহ ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মাদক দ্রব্য ও ওয়ারেন্ড তামিল ডিউটি করাকালে গত বুধবার রাতে নাগরপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. ওমর ফারুকের নেতৃত্বে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার চরকাঠুরী গ্রামের মৃত. রমজান আলীর ছেলে মো. মগরব আলী (৪০), সাতগাছা গ্রামের মৃত. নজরুল ইসলামের ছেলে কায়ছার আহমেদ (৪৫), কোনাবাড়ী গ্রামের মৃত. পরশ আলীর ছেলে সিতাব আলী ওরফে সেতু (৩০), দক্ষিণ দুয়াজানী গ্রামের মো. মুলতান মিয়ার ছেলে আজিজুল (৩০) ও চরকাঠুরী গ্রামের মৃত. বদর মিয়ার ছেলে আব্বাস মিয়া (৩২)।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে বিভিন্ন স্থান থেকে পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দিয়ে বুধাবার সকালে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।