টাঙ্গাইলে ইয়াবাসহ যুবলীগনেতা আটক

0
239

টাঙ্গাইলের গোপালপুরে ২০১ পিচ ইয়াবা ও এক গ্রাম হিরোইনসহ উপজেলা যুবলীগের আহবায়কআশরাফুজ্জামান আজাদকে (৪২) আটক করেছে টাঙ্গাইলের ডিবি পুলিশ ও গোপালপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নন্দনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নন্দনপুরের মৃত আ. রউফ এর ছেলে।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, সে দীর্ঘদিন ধরে গোপালপুরে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের ডিবি পুলিশ ও গোপালপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২০১ পিচ ইয়াবা ও ১গ্রাম হিরোইনসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।