শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে ইয়াবা ও গাজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে ইয়াবা ও গাজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ ১১০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হল মির্জাপুর উপজেলার কুড়িপাড়া গ্রামের সিবার উদ্দিনের ছেলে চান মিয়া (২৮) এবং ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট উত্তরপাড়া গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে জাকির হোসেন (৩৮)।

পুলিশ জানায়,মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মির্জাপুর ও ধামরাই উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১১০ পিচ ইয়াবা সহ জাকির হোসেন এবং মির্জাপুরের কুড়িপাড়া থেকে ১০০ গ্রাম গাজা সহ চান মিয়াকে গ্রেফতার করা হয়।

মির্জাপুর থানার পরিদর্শক তদন্ত শ্যামল কুমার দত্ত বলেন গ্রেফতারকৃতদের নামে মাদক আইনে মামলা হয়েছে। বুধবার তাদেরকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -