টাঙ্গাইলে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ শুরু

0
300
News Tangail

নিউজ টাঙ্গাইল: প্রথম বারের মতো টাঙ্গাইলে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিআরটিএ’র অফিস প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার। বিআরটিএ’র সহকারী পরিচালক আলতাব হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, বিআরটিএ’র অফিসের রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।

এ সময় বিআরটিএ’র অফিসের অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের মধ্যে এটি প্রথম উদ্যাগ এক সাথে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হবে। এমনকি ১৫ দিনের মধ্যে একজন গ্রাহকের বাড়িতে ড্রাইভিং কার্ড পৌছে যাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।