টাঙ্গাইলে এলাচিপুর ব্রিজের এপ্রোচে ধস, যান চলাচল বন্ধ

0
233

নিউজ টাঙ্গাইল ডেস্ক: দেলদুয়ার উপজেলার এলাচিপুর বাজার সংলগ্ন এলেংজানী নদীর উপর ব্রিজের দক্ষিণ পাশের এপ্রোচের মাটি ধসে গেছে। এতে প্রায় ২০ ফুট গভীর খাদের সৃষ্টি হয়েছে। ফলে উপজেলা সড়কের সাথে লাউহাটি ইউনিয়নের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হলে এই লিংক রোড দিয়ে ২/১টি যাত্রীবাহী বাস চলাচল করে থাকে। শুক্রবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকায় এ রাস্তা দিয়ে হানিফ পরিবহনের একটি বাস প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ব্রিজ পাড়ি দেওয়ার সময়  বাসটি ব্রিজের ভীমের সাথে আটকে যায়।

এদিকে ব্রিজের এপ্রোচ ধসের কারণে ব্রিজের উভয় পাশে হালকা যানবাহন আটকা পড়ে। এতে বন্ধ রয়েছে দেলদুয়ার লাউহাটী সড়কের যানবাহন চলাচল।

এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা প্রকৌশলী মীর আলী শাকিল বলেন, বন্যায় প্রবল স্রোতে ব্রিজের এপ্রোচের মাটি ধসে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। বর্তমানে বাঁশের সাঁকো দিয়ে সাধারণ জনগণের চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। শীঘ্রই বালির বস্তা ফেলে সাময়িক চলাচলের উপযোগী করা হবে। বর্ষার পর স্থায়ী মেরামতের উদ্যোগ নেয়া হবে।

এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ বলেন, দুর্ঘটানার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান তদারকি করি। সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলজিডি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।